কৃষ্ণারডাংগী উচ্চ বিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন
নগরকান্দা উপজেলার কৃষ্ণারডাংগী উচ্চ বিদ্যালয়ে যথাযথ মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন করা হয়েছে।
কৃষ্ণারডাংগী উচ্চ বিদ্যালয়ের হল রুমে সকাল ১০ এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাসুদ মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃগিয়াসউদ্দিন আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা মোঃগফফার মোল্লা,বীর মুক্তিযোদ্ধা মীর আলী, বীর মুক্তিযোদ্ধা ক্ষীতিষ মালো, প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ইসমাইল শেখ।
এসময় শিক্ষক মন্ডলী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।