জিল্লুর রহমান রাসেল, ফরিদপুর :
ফরিদপুরে সদর -৩ আসনের সাংসদ, আওয়ামীলীগ কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি পক্ষ থেকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে খেটে খাওয়া অসহায় মানুষের জন্য খাদ্য সহায়তা প্রদান অব্যাহত রয়েছে।
শহর আওয়ামীলীগের সার্বিক ব্যবস্থাপনায় গত ০৭-০৪-২০ তারিখ থেকে পৌর এলাকার ২৭ টি ওয়ার্ডে ১ম পর্যায়ে ১৫০০০ হাজার পরিবারকে খাদ্য সহায়তার উদ্বোধন করা হয়। তারই অংশ হিসেবে আজ ১৪-০৪-২০ তারিখ বিকেলে পৌর এলাকার ১২,১৩ ও ১৬ নং ওয়ার্ডে খেটে খাওয়া অসহায়দের খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ১২ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আঃ কাদের মোল্লা, সাধারণ সম্পাদক আঃ খালেক প্রামাণিক, ১৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা নারানখালী চক্রবর্তী, বিটিভি জেলা প্রতিনিধি সাজ্জাদ হুসাইন, তরুছায়া স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ খালিদ মাহমুদ সজিব, প্রচার সম্পাদক ইনামুল হাসান মাসুম, মোঃ জহিরুল ইসলাম আলী প্রমুখ।
এ সময় প্রত্যেকের হাতে চাল, আটা, ডাল, তেল, লবন, আলু ও সাবানের একেকটি প্যাকেট তুলে দেন ওয়ার্ড আওয়ামীলীগ নেতৃবৃন্দ এবং বলেন নির্দিষ্ট সময় পর আপনারা আবারও এই খাদ্য সহায়তা প যতদিন না এই সমস্যা যাচ্ছে ততদিন পর্যন্ত প্রয়োজন অনুযায়ী সকলেই এমপি মহোদয়ের পক্ষ থেকে এ সহায়তা পেতে থাকবেন।