• ঢাকা
  • বুধবার, ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৭ই জুন, ২০২৩ ইং
Mujib Borsho
Mujib Borsho
আলোকিত মানুষ তৈরীতে পড়াশুনার পাশাপাশি  খেলাধুলার বিকল্প নেই –   শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্তী

আলোকিত মানুষ তৈরীতে পড়াশুনার পাশাপাশি  খেলাধুলার বিকল্প নেই –   শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্তী

                                                                     

শ্রম ও কর্মসংস্হান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, আলোকিত মানুষ তৈরিতে পড়াশুনার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই। যদি একটি জাতি সুস্হ্য দেহের অধিকারী হয়, সেই জাতিকে পিছনে ফেলতে পারে না।

তিনি আজ (শনিবার) রাত সাড়ে আটটায় খুলনার মুজগুন্নী শহীদ তিতুমীর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষকরা হলেন মানুষ গড়ার কারিগর। মেধাবী শিক্ষার্থী তৈরিতে শিক্ষকদের যেমন দায়বদ্ধতা রয়েছে, তেমনি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

সরকার মেধা বিকাশের সুযোগ সৃষ্টি করতে শিক্ষার সম্প্রসারণ ঘটিয়েছে। বিশ্বের সাথে আমাদের তাল মিলিয়ে চলতে হলে ভাল মেধাবী শিক্ষার্থী দরকার। মেধার লালন ছাড়া দেশ সামনে এগুতে পারে না। তিনি বলেন, এই প্রজন্মের শিক্ষার্থীরা দেশকে সামনে এগিয়ে নিবে।

শিক্ষার্থীদের সঠিক শিক্ষা দিতে এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে তিনি শিক্ষকসহ সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান। 

 অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সিএসই ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক ড. মোঃ আনিসুর রহমান, খালিশপুর থানা আওয়ামী লীগের সভাপতি একেএম সানাউল্লাহ নান্নু, থানা মাধ্যমিক শিক্ষা অফিসার মোছা: রুমানাই ইয়াসমিন এবং শিক্ষাবিদ অধ্যাপক মমতাজ বেগম।

মুজগুন্নী শহীদ তিতুমীর মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি কাজী সরয়ার-উল-আযম এতে সভাপতিত্ব করেন। স্বাগত জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইউনুছ আলী।

পরে প্রতিমন্ত্রী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জুন ২০২৩
শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
« মে  
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।