• ঢাকা
  • সোমবার, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই জানুয়ারি, ২০২৫ ইং
ভাঙ্গায় পৈতৃক সম্পত্তি নিয়ে ভাই-বোনের মধ্যে সংঘর্ষে আহত-৩

মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি -১৪/১২/২০২৪
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌর সদরের নুরপুর গ্রামে শনিবার বিকালে পৈত্রিক সম্পত্তি নিয়ে আপন ভাই বোনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে তিনজন গুরুতর আহত হয়েছে। আহতরা হলো , নজরুল ইসলাম (৩০),, জাফর মাতুব্বর (৫৫) নাজমা বেগম(৫০)।স্থানীয় জনতা তাদের উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করেন । খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ হাসপাতালে আহতদের খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
গুরুতর আহত ভাঙ্গা বাজারের ব্যবসায়ী নজরুল ইসলাম জানান, আমার মামা ইসরাইল শেখ আমাদের বাড়ি যাবার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। প্রতিনিয়ত এভাবে সে আমাদের মানসিক ভাবে নির্যাতন করত। ঘটনার দিন বিকেলে আমি বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে আমার মামা ও মামাতো ভাই সুমন শেখ , রমজান শেখ মিলে লাঠি সোটা দিয়ে আমাদের পরিবারের উপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করে‌। আমি ভাঙ্গা বাজারের হার্ডওয়ার ব্যবসায়ী আমার পকেটে থাকা ৫২ হাজার টাকা সে সময় মাটিতে পড়ে গেলে তারা সে টাকা নিয়ে যায়। স্থানীয়রা আমাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বিষয়টি নিয়ে ইসরাইল শেখের সাথে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।
থানার উপ পরিদর্শক রিফাত হোসেন জানায়, ঘটনা শোনার পর আমরা হাসপাতালে গিয়ে ঘটনার বিস্তারিত জানি আরো তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জানুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ডিসেম্বর    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।