• ঢাকা
  • শুক্রবার, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং
আলফাডাঙ্গায় ২০ ফুট মাটির নিচে থেকে শ্রমিককে উদ্ধার করল ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা

কবির হোসেন,আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গায় ২০ ফুট মাটির নিচে থেকে চাপা পরা অবস্থায় রুবেল হোসেন (২৫) নামে এক শ্রমিককে উদ্ধার করল ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ৮ টার দিকে
আলফাডাঙ্গা পৌর এলাকার শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত শ্রমিক রুবেল হোসেন একই গ্রামের মাখরুল শেখের ছেলে।

জানা গেছে, আলফাডাঙ্গা পৌর এলাকার শ্রীরামপুর গ্রামের বাসিন্দা মোশারফ মাস্টার কয়েকদিন আগে গভীরভাবে মাটি খনন করে একটি বহুতল ভবনের নির্মাণ কাজ শুরু করেন। মঙ্গলবার সকালে ঘটনার সময় ওই নির্মাণাধীন ভবনের বেইজ ঢালাই কাজ চলছিল। এসময় মাটির নিচে কাজ করতেছিলেন শ্রমিক রুবেল হোসেন। হঠাৎ উপর থেকে মাটি ধসে পড়ে সম্পূর্ণ শরীর চাপা পড়ে তার। পরে তাকে উদ্ধারের জন্য স্থানীয়রা চেষ্টা করেন।চেষ্টায় ব্যর্থ হওয়ায় জরুরী ভিত্তিতে ফায়ার সার্ভিসে খবর দেয় স্থানীয়রা। এরপর ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা অভিযান পরিচালনা করেন। অবশেষে প্রায় ৪৫ মিনিট কার্যক্রম পরিচালনা করে জীবিত অবস্থায় তাকে উদ্ধার করেন। এরপর ওই শ্রমিককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আলফাডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের লেডার ওবায়দুর রহমান বলেন, খবর পেয়ে আমাদের উদ্ধারকর্মীরা উদ্ধার জন্য কার্যক্রম পরিচালনা করে ওই শ্রমিককে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার বলেন, প্রাথমিকভাবে ওই শ্রমিকের বড় ধরনের কোনও সমস্যা পাওয়া যায়নি।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ফেব্রুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।