নগরকান্দায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে নগরকান্দা ওলামা পরিষদ
শফিকুল খান জনি নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিতঃ 4 বছর আগে
315 বার দেখা হয়েছে
০
ফরিদপুরের নগরকান্দার শাকপালদিয়া গ্রামের ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য মানবিক খাদ্য সহায়তা নিয়ে পাশে দাড়িয়েছেন নগরকান্দা ওলামা পরিষদ।
শনিবার সন্ধ্যায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ওমর আলী খানের পরিবারের জন্য চাল, ডাল, তেল ইত্যাদি খাদ্য সহায়তা নিয়ে তার বাড়িতে যান নগরকান্দা ওলামা পরিষদের আহবায়ক মুফতি মুস্তাফিজুর রহমান।
এসময় তার সঙ্গে ছিলেন, মুফতি ফরিদুদ্দিন, মুফতি জাকারিয়া, এইচ এম ইমরান কাজী, মুফতি মাহমুদউল্লাহ রাসেল, মাওলানা রফিকুল ইসলাম, মুফতি হাফিজুর রহমান, ক্বারী সাইফুল ইসলাম, হাফেজ ফরিদুদ্দিন, মেহেদী হাসান, মোঃ জুয়েল মাতুব্বর।
উল্লেখ শনিবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার তালমা ইউনিয়নের শাকপালদিয়া গ্রামের ওমর আলী খানের বসত ঘরে বৈদ্যুতিক সটসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।