সনতচক্রবর্ত্তী: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় বান্ধুগ্রাম গ্রামে চায়না(২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
চায়না বেগম উপজেলার বান্দু গ্রামের মারুফ মোল্যার স্ত্রী।
বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে উপজেলার বান্দুগ্রাম থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।চায়না বেগম উপজেলার বান্দু গ্রামের মারুফ মোল্যার স্ত্রী।মারুফ মোল্যা পেশায় শ্রমিক ছিলেন।
স্থানীয় সুত্র জানা যায়, বাচ্চাদের মোবাইল ব্যবহারকে কেন্দ্র করে স্বামীর সঙ্গে ঝগড়া হয় চায়না বেগমের।
পরে বৃহস্পতিবার সকালে তাদের বাড়ির দক্ষিণ পাশে আমগাছের ডালের সঙ্গে গামছা দিয়ে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান প্রতিবেশিরা। পরে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠায়।
মরদেহ উদ্ধারকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান বলেন, সকালে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।