করোনা ভাইরাসের প্রাদূর্ভাবে প্রধানমন্ত্রীর পক্ষ হতে ৫০ লাখ পরিবার কে মোবাইলের মাধ্যমে নগদ অর্থ সহয়তার অংশ হিসেবে ফরিদপুর জেলার ৭৫ হাজার প্রন্তিক মানুষ পাচ্ছে আর্থিক সহয়তা। ঈদ কে সামনে রেখে প্রত্যেক পরিবার পাচ্ছে এককালীন ২ হাজার ৫০০ টাকা । এতে খুশি এ অঞ্চলের মানুষ।
প্রধানমন্ত্রী দপ্তর হতে মোবাইল ব্যাংকিং পরিষেবার মাধ্যমে সুবিধাভোগীদের কাছে সরাসরি নগদ অর্থ প্রেরণের উদ্যোগ বৃস্পতিবার বেলা ১২ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন প্রান্ত হতে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরেই ফরিদপুর জেলার প্রন্তিক ৭৫হাজার মানুষের মোবাইলে পৌছে যাচ্ছে দুই হাজার পাঁচশ টাকা করে নগদ অর্থ সহায়তা। আসন্ন ঈদুল ফিতরের আগ পর্যন্ত পর্যায়ক্রমে এ সকল কর্মহীন মানুষের মোবাইলে পৌছে যাবে সহায়তার অর্থ।
করোনায় ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষ যেমন রিকশা-ভ্যানচালক ,মোটর শ্রমিক, নির্মাণ শ্রমিকদের মতো পেশাজীবীরা সরকারি এ সহায়তা পাচ্ছে ফরিদপুরে। সম্পূর্ন সচ্ছতার মাধ্যমে বিনা খরচে মোবাইলে একাউন্ট খুলে তারা এ সহযোগিতা নিতে পারছে। যার ফলে এ মহৎ উদ্দ্যগে কোন মধ্য সত্বভোগী সুযোগ নিতে পারছে না। ঈদকে সামনে রেখে সরকারের দেয়া আর্থিক সহায়তা পেয়ে খুশি এসকল মানুষ।
ভিডিও কনফারেন্সে ফরিদপুর প্রান্তে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অতুল সরকার, জেলা পরিষদ চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, পুলিশ সুপার আলিমুজ্জাম বিপিএম, লে. ক. মোঃ মাসুদ পারভেজ পিএসসি, জেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাডঃ সুবোল চন্দ্র সাহা, যুগ্ম সম্পাদক ঝর্ণা হাসান, ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ এস এম খবিরুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ মোঃ ছিদ্দিকুর রহমান, উপজেলা চেয়ারম্যান আঃ রাজ্জাক মোল্লা প্রমূখ । এসময় ৫ জন উপকারভোগী উপস্থিত ছিলেন , যাদেরকে অতিথিবৃন্দ এজেন্টের মাধ্যমে টাকা হাতে তুলে দেন।
পেশায় একজন বাবুর্চি গেরদা ইউনিয়নের বাসিন্দা সুবিধাভোগী রেজাউল করিম জানান, করোনার কারনে আমার কোন কাজ নাই। সামনে ঈদ , এই চিন্তায় দিশেহারা হয়ে পড়েছিলাম। সরকার আজ আমাকে মোবাইলের মাধ্যমে ২৫০০ দিল। ছেলে মেয়ে নিয়ে ভাল ভাবে ঈদটা করতে পারব।
ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের সমন্বয় গঠিত কমিটির মাধ্যমে স্বচ্ছতার ভিত্তিতে প্রস্তুতকৃত তালিকার মাধ্যমে এ জেলায় প্রন্তিক ও প্রকৃত কর্মহীন নানা শ্রেণী পেশার মানুষ এ আর্থিক সহায়তা পাচ্ছে।
ঈশান গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম মজনু জানান, আমার ইউনিয়নে ৯০০ কর্মহীন মানুষ এ সহায়তা পাচ্ছে। ঈদের পূর্বে তারা এ টাকাটা পেয়ে খুশিতে আত্যহারা। এ মহৎ উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ।
ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম রেজা জানান, এই উপজেলায় তের হাজার ছয়শ কর্মহীন খেটে খাওয়া মানুষের তালিকা প্রস্তুতের মাধ্যমে তাদের পর্যায়ক্রমে এ সহায়তা দেয়া হচ্ছে। ওয়ার্ড কমিটি থেকে শুরু করে স্বচ্ছতার সাথে তালিকা প্রস্তুত করে সরাসরি তাদের মোবাইলে টাকা পৌছে যাচ্ছে।
জেলা প্রশাসক ফরিদপুর অতুল সরকার বলেন, করোনা ভাইরাসের এই সংকট কালে পবিত্র ঈদুল ফিতর কে সামনে করে অসহায় ও কর্মহীন মানুষ, প্রধানমন্ত্রীর এ উপহারে ফিরে পেয়েছে স্বস্তি। এতে করে এসব মানুষের জীবনমানের উন্নয়ন হবে।
সরকারের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সকলে।