• ঢাকা
  • বৃহস্পতিবার, ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৪ ইং
ভাঙ্গায় হৃদ যন্ত্র বন্ধ হয়ে তহশীলদারের মৃত্যু

ছবিতে নয় মাসের শিশুপুত্রকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন তহশিলদার সুবল ঠিকাদার

মোঃ রমজান শিকদার ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি-১৪/০২/২০২৩
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের তহশিলদার সুবল ঠিকাদার (৪০) হৃদ যন্ত্র বন্ধ হয়ে মারা গেছেন। মঙ্গলবার বিকেলে আজিমনগর ইউনিয়ন ভূমি অফিসে অফিস চলাকালীন সময় সে অজ্ঞান হয়ে পড়ে। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহমুদুল হাসান তাকে গাড়ি পাঠিয়ে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থা আরো অবনতি হলে দ্রুত তাকে জেলা সদরে প্রেরণ করা হয়। সন্ধ্যার দিকে ফরিদপুর হার্ট ফাউন্ডেশন হসপিটাল সে মারা যায়। তার মৃত্যুর সংবাদে এলাকায় ও উপজেলা প্রশাসনে শোকের ছায়া নেমে আসে। গভীর রাতে তার লাশ নিজ গ্রামের বাড়ি ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের বিশরিকান্দা গ্রামে পৌঁছলে এক হৃদয়বিদারক দৃশ্য সৃষ্টি হয়। সেখানে উপস্থিত হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিমউদ্দিন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহমুদুল হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়ারুল ইসলাম, সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ, সংবাদকর্মী, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি। মৃত্যুকালে তাহসিলদার সুবল ঠিকাদার চার বছরের ও নয় মাসের দুটি সন্তান রেখে যান। সন্তানদের মুখের দিকে তাকিয়ে উপস্থিত সকলেই চোখের পানি ফেলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন তার সৎকারের জন্য পরিবারকে তৎক্ষণিক আর্থিক সাহায্য করেন। একই সাথে প্রশাসনের পক্ষ থেকে পরিবারটির পাশে দাঁড়ানোর আশ্বাস প্রদান করেন। সহকারী কমিশনার ভূমি মাহমুদুল হাসান বলেন দীর্ঘ ২০ বছরের কর্মজীবনে সুবল ঠিকাদারের সুনাম শুনেছি। এ বছরেও উপজেলার তহশীলদের মধ্যে সে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছিলেন। তার এই অকাল চলে যাওয়ায় আমরা গভীরভাবে শোকাহত।
আগামীকাল বুধবার সকালে তাকে তার পিতার সমাধি স্থলের পাশে তাকে সমাহিত করার কথা রয়েছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।