• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ৩০শে নভেম্বর, ২০২৩ ইং
মারা গেলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শাজাহান সিরাজ

ছবি-মুক্তিযোদ্ধা সাজাহান সিরাজ

জুলাই ১৪, ২০২০

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শাজাহান সিরাজ মারা গেছেন (ইন্না…রাজিউন)। মঙ্গলবার বিকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রেসউইং সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।

শায়রুল কবির খান বলেন, ক্যান্সার আক্রান্ত শাজাহান সিরাজের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গতকাল ওনাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আজকে বিকাল সাড়ে ৩টায় তিনি মৃত্যুবরণ করেন।

স্বাধীনতা পূর্ববর্তী উত্তাল ছাত্র আন্দোলনের নেতৃত্বদানকারী ‘চার খলিফা’ খ্যাত চারজনের একজন ছিলেন শাজাহান সিরাজ। ১৯৭০ সালে পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি মুজিব বাহিনীর অন্যতম সংগঠক ছিলেন। মুজিবনগর সরকারের সঙ্গে মুজিব বাহিনীর পক্ষে লিয়াজোঁর দায়িত্ব পালন করেন। স্বাধীনতা পরবর্তী তিনি জাসদ গঠনের অন্যতম উদ্যোক্তা ছিলেন। জাসদের মনোনয়নে টাঙ্গাইল -৪ আসনের তিনবারের সংসদ সদস্য ছিলেন। ১৯৯৫ সালে তিনি বিএনপিতে যোগ দিয়েছিলেন।

২০০১ সালে চারদলীয় জোট ক্ষমতায় এলে তাকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়। পরে তাকে পাটমন্ত্রীর দায়িত্বও দেয়া হয়।  তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টাও ছিলেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

নভেম্বর ২০২৩
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« অক্টোবর    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।