পোশাকে চা-কফির দাগ সহজে মোছে না। সেই দাগ থেকে মুক্তি পেতে সাবান কিংবা ডিটারজেন্ট দিয়ে ঘষতে গিয়ে আবার বিপত্তিও বাধে। কখনো রং উঠে যায়, কখনো গোটা পোশাকটাই নষ্ট হয়ে যায়।
তবে কিছু সহজ উপায়ে চা কিংবা কফির দাগ থেকে মুক্তি পেতে পারেন।
এর জন্য ঘরের মধ্যে থাকা কিছু জিনিস ব্যবহার করা যেতে পারে।
১. কাপড় থেকে চা-কফির দাগ তুলতে বেশ কার্যকরী হচ্ছে টুথপেস্ট। দাগের জায়গায় প্রায় ১৫ মিনিট টুথপেস্ট লাগিয়ে রাখুন। তারপর ধুয়ে ফেলুন। দেখবেন, দাগ উঠে গেছে।
২. ডিম অর্ধেক সিদ্ধ করে করে তার সাদা অংশ দাগের জায়গায় লাগিয়ে আলতো করে ঘষতে থাকুন। মিনিট দু-এক রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। দাগ মুছে গিয়ে আপনার পোশাক ঝলমল করবে।
৩. পোশাকে চা কিংবা কফির দাগ যেখানে লেগে থাকবে সেখানে এক চামচ বেকিং সোডা দিয়ে ঘষতে থাকুন।
তারপর কিছুক্ষণ রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। আপনার পোশাক একদম পরিষ্কার।
৪. দাগের বড় শত্রু হচ্ছে ভিনেগার। একটি পাত্রে কয়েক কাপ পানি নিন। তাতে ১ চা চামচ ভিনেগার দিন। ভালো করে মিশিয়ে নিন। তারপর যেখানে দাগ লেগেছে সেখানে হালকা হালকা স্প্রে করুন। কিছুক্ষণের মধ্যেই দাগ গায়েব হবে। আর আপনি নিজের পছন্দের পোশাকটি অক্ষত অবস্থায় ফেরত পাবেন।