ফরিদপুর জেলা প্রতিনিধি
ভালোবাসা দিবস উপলক্ষে ফরিদপুর শহরতলীর ধলার মোড় এ হাজারো মানুষের ভিড় লক্ষ করা যায়।
বিকেল তিনটা থেকে এই ভীর মূলত শুরু হলেও সন্ধ্যা অবধি তা অব্যাহত ছিল জমজমাট ।
ফরিদপুরের আনন্দ-বিনোদনের অন্যতম স্পট ধলার মোড়।
হ্যাপি নিউ ইয়ার, ভালোবাসা দিবস, পহেলা বৈশাখ , দুটি ঈদ এবং সর্বোপরি বিশেষ দিনগুলোতে এই স্পটটি থাকে মুখরিত। পাশাপাশি শুক্রবারেও যথেষ্ট পরিমাণ দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যায়।
এবারও ভালোবাসা দিবসের দিনে তার কোন ব্যতিক্রম হয়নি
বিভিন্ন বয়সী লোকজন , এমনকি বৃদ্ধ বয়সী লোকজন ভিড় করে ধলার মোড়ে। একদিকে অপার প্রাকৃতিক সৌন্দর্য। পদ্মা নদীর সৌন্দর্য, টলারে করে নদী পার হওয়া , সর্বোপরি সময় কাটানোর জন্য একটা চমৎকার পরিবেশ সৃষ্টি হয়েছে ধলার মোড়ে।
পাশাপাশি শহরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকার কারণে অনেক রাত পর্যন্ত লোকজন এখানে এসে সময় অতিবাহিত করেন।
ভালোবাসা দিবস উপলক্ষে সাংস্কৃতিক সংগঠন এফএম ব্যান্ড এর উদ্যোগে এদিন কনসার্ট অনুষ্ঠিত হয় ।
কনসার্টের শিল্পীরা প্রায় আড়াই ঘন্টা ব্যাপী একের পর এক জমজমাট সঙ্গীত পরিবেশন করে দর্শকদের দারুণভাবে আনন্দ প্রদান করেন।
এসময় ফরিদপুর শহরের সর্বস্তরের জনগণ তাতে অংশগ্রহণ করেন। কনসার্টে সঙ্গীত পরিবেশন করেন বেলা, ফজল, লিটন মাসুম , সজীব ও রতন ।
কনসার্টে পাশাপাশি স্পট গুলির অন্যান্য জায়গাতেও বিক্রি হয় বিভিন্ন ধরনের খাবার। এছাড়া বাচ্চাদের মনোরঞ্জনের জন্য বিভিন্ন ধরনের খেলাধুলার সামগ্রী, ও সর্বোপরি ফুলের মালা ।
সবকিছু মিলে অপার সৌন্দর্য্যের লীলাভূমি এই ধলার মোড় এর আকর্ষণ যে কোন ব্যক্তিকে মুগ্ধ করবে।