নারায়ণগঞ্জ ফেরৎ ব্যক্তির সংস্পর্শে
মোঃওয়াজেদ আলী,গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে নারায়ণগঞ্জ থেকে ফেরা করোনা পজেটিভ ব্যক্তি সংস্পর্শে আরও চার জন করোনায় আক্রান্ত হয়েছে। নতুন আক্রান্ত সকলেই একই পরিবারের সদস্য। তাদের বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলা শালমারা ইউনিয়নের মিরাপাড়া গ্রামে। নতুন আক্রান্ত ব্যক্তিরা নারায়ণগঞ্জ ফেরৎ ব্যক্তির আপন দুই ভাই, স্ত্রী ও সন্তান। এই নিয়ে গোবিন্দগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো পাঁচ জন।
জানা যায় পরিবারটির বড় কর্তা ঢাকায় নারায়ণগঞ্জ গার্মেন্টসে কাজ করতো। করোনা পরিস্থিতিতে গত ২৬ মার্চ সে গোবিন্দগঞ্জ আসে। আসার দুইদিন পর সে অসুস্থ অনুভব করলে গোবিন্দগঞ্জ উপজেলা মহিমাগঞ্জ ইউনিয়নের এক চিকিৎসকের কাছে চিকিৎসা নেয়।সেখানে চিকিৎসা নিয়ে শারীরিক পরিস্থিতি উন্নতি না হওয়ায় সে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খবর দেয়।
খবর পেয়ে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা রাপিড রেসপন্স টিম গত ৯ এপ্রিল তার বাড়ীতে যায়।টিমটি রোগীর বাড়ীতে গিয়ে তার মাঝে করোনার লক্ষণ উপসর্গ টের পেয়ে করোনা রোগী সন্দেহে তার নমুনা সংগ্রহ করে রংপুর ল্যাবে টেস্ট করতে পাঠায়। রংপুর ল্যাব টেস্ট ইউনিট নমুনাটি পরীক্ষা করে গত ১১ এপ্রিল ঐ রোগীটিকে করোনা পজিটিভ শনাক্ত করে।
এরপর গত ১২ এপ্রিল গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা রাপিড রেসপন্স টিম পূর্বে শনাক্ত হওয়া নারায়ণগঞ্জ ফেরৎ ব্যক্তির সংস্পর্শে আসা পরিবারের অন্যান্য সদস্যদের নমূনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত করোনা পরীক্ষা কেন্দ্রে প্রেরণ করা হলে ১৪ এপ্রিল ঐ নমুনাগুলোর মধ্যে চার জনের টেস্টের ফলাফল আসে পজেটিভ।
গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও ফোকাস পারসন ডা. খাদেমুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান, এরা পূর্বে শনাক্ত হওয়া নারায়ণগঞ্জ ফেরত ব্যক্তির সংস্পর্শে এসেছিল। আরো যারা এসেছে তাদেরও নমূনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে।