• ঢাকা
  • শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং
নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বাসভবন ঘেরাও

পদত্যাগের দাবিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনের সামনে বিক্ষোভ করেছে অন্তত দুই হাজার মানুষ।

ইসরায়েলের প্রভাবশালী সংবাদমাধ্যম হারেৎজ জানায়, শনিবার সন্ধ্যায় জেরুজালেমে নেতানিয়াহুর বাসভবন ঘেরাও করে বিক্ষোভকারীরা।

উত্তর-মধ্য ইসরায়েলের কায়সারিয়া শহরে নেতানিয়াহুর বাড়ির কাছেও জমায়েত হয় হাজার খানেক বিক্ষোভকারী।

একই দাবিতে তেলআবিবের হাবিমা স্কয়ারে সমাবেশ করে কয়েকশ মানুষ।

রাজধানীর বিভিন্ন রাস্তা, মোড় ও ব্রিজও অবরোধ করা হয়।
খবরে বলা হয়, নেতানিয়াহু ক্ষমতা না ছাড়া পর্যন্ত তার বাড়ির সামনে অবস্থান করার ঘোষণা দিয়েছে বিক্ষোভকারীরা।

দুর্নীতির দায়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে টানা ২৫ সপ্তাহ ধরে বিক্ষোভ চলছে ইসরায়েলে। বিক্ষোভকারীরা নেতানিয়াহুকে ‘ক্রাইম মিনিস্টার’ প্ল্যাকার্ড প্রদর্শন করে।

জার্মানি থেকে সাবমেরিন কেনায় ২ বিলিয়ন ডলারের দুর্নীতির অভিযোগে আদালতে মামলা চলছে নেতানিয়াহুর বিরুদ্ধে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।