• ঢাকা
  • সোমবার, ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই অক্টোবর, ২০২৪ ইং
চরভদ্রাসনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :-       

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২১ খ্রি. পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার সন্ধা ৬ টায় উপজেলা স্বাধীনতা চত্তরের মুক্তিযুদ্ধ ভাস্কার্যে মোমবাতি প্রজ্জলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রথমে মুক্তিযুদ্ধ ভাস্কার্যের সামনে শহীদ বুদ্ধিজীবী স্মরনে সারি সারি মোমবাতি প্রজ্জলন করা হয়। পরে শহীদ বুদ্ধিজীবদের প্রতি গভীর শ্রদ্ধা রেখে এক মিনিট নিরবতা পালন করা হয়।

একই স্হানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী তানজিল কবির ত্রপা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কাউছার। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ জিল্লুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মোতালেব হোসেন মোল্যা ও চরভদ্রাসন থানার অফিসার্স ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন।

আলোচনা সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, ইউপি চেয়ারম্যান মোঃ আজাদ খান, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, স্হানীয় আ’লীগ নেতা মোঃ আনোয়ার আলী মোল্যা, ছাত্রলীগ নেতা হাসিবুল হাসান হৃদয় ও সাংবাদিক মো. মেজবাহ উদ্দিন প্রমূখ। সভাশেষে শহীদ বুদ্ধিজীবীদের বিদ্বেহী আত্নার মাগফেরাত ও দেশের সুখ সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন হাফেজ মোঃ আশিকুর রহমান।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

অক্টোবর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« সেপ্টেম্বর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।