• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ ইং
ময়মনসিংহে লুডু খেলাকে কেন্দ্র করে ১জন খুন

গতকাল ১৪মে রাত ৮.১৫ মিনিটের সময় সামান্য লুডু খেলাকে কেন্দ্র করে ময়মনসিংহ সিটির আকুয়া নামক স্থানে সোহরাব সাহেবের পরিত্যক্ত ইটখলায় একজন খুন হয়।

ঘটনার বিবরণে জানা যায় যে,নগরীর আকুয়া নামক স্থানে ইতিপূর্বে মোবাইল ফোনে বাজি ধরে লুডু খেলার টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে অয়ন আহমেদ (২০)পিতা মৃত আব্দুল খালেক ড্রাইভার কে সন্ত্রাসীরা এলোপাথাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।সে আকুয়া দক্ষিণ পাড়ার বাসিন্দা ছিলো।

এ সময় নির্জন স্থানে পথচারীগণ রক্তাক্ত অবস্থায় অয়নকে দেখতে পেয়ে সাথে সাথে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয় বলে শাহজাহান নামে এক উদ্ধারকারী জানান।

৩নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুলাল উদ্দিন আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আকুয়া মোটা বাতর এলাকার লোকজন হত্যাকান্ডটি ঘটাতে পারে বলে বেশ ক’জন এলাকাবাসী ধারণা করেছেন। তবে পুলিশ জানায়, তদন্তের মাধ্যমেই খুনের সঠিকতর রহস্য জানা যাবে।পুলিশ সাথে সাথে জিজ্ঞাসাবাদের জন্য বেশ ক’জনকে আটক করেছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৩
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।