কবীর হোসেন,আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গা ও গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় মরিশাস প্রবাসী আকাশ মিয়া নামে এক যুবকের উদ্যোগে পাঁচ শতাধিক এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২টায় আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়ন ও কাশিয়ানী উপজেলার সদর ইউনিয়নের বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় উন্নতমানের এ খাবার পরিবেশন করা হয়।
মরিশাস প্রবাসী আকাশ মিয়া আলফাডাঙ্গা উপজেলার জাটিগ্রাম পশ্চিমপাড়া এলাকার জাকির মিয়ার ছেলে। তিনি মরিশাসের ঈশান কামিনী কোম্পানি লিমিটেডের পরিচালক। খোঁজ নিয়ে জানা গেছে, সমাজসেবামূলক কাজে জড়িয়ে অল্প দিনের মধ্যে জনগণের আস্থাভাজন হয়ে উঠেছেন মরিশাস প্রবাসী যুবক আকাশ মিয়া। তিনি নিঃস্বার্থ ভাবে গরিব মানুষের মুখে হাসি ফোটাতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। এরইমধ্যে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সময়কাল থেকে এলাকার কয়েকশো হতদরিদ্র পরিবারকে প্রতিমাসে চাল বিতরণ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রতি ঈদে বস্ত্র, খাদ্য সামগ্রী ও গরুর মাংস বিতরণ করে অসহায় হতদরিদ্র মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। প্রাকৃতিক দুর্যোগে বেশকিছু হতদরিদ্র পরিবারের ঘর নির্মাণ করে প্রশংসায় ভাসছেন এ যুবক। ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নেও বৃহৎ কর্মযজ্ঞ হাতে নিয়েছেন তিনি। একযোগে এলাকার ১০টি মসজিদ ও মাদ্রাসার উন্নয়ন কাজে অংশ নিয়েছেন প্রবাসী যুবক আকাশ মিয়া। প্রতিমাসে এলাকার পাঁচটি এতিমখানায় প্রয়োজনীয় চাল সরবরাহ করেন তিনি।
খাবার বিতরণ প্রসঙ্গে মরিশাস প্রবাসী আকাশ মিয়া জানান, একটি সুন্দর কাজ সম্পাদন করতে দরকার ভালো মানসিকতার। মানুষের সেবা করেই আমি আত্মতৃপ্তি পাই। তাই এলাকার কোমলমতি মাদ্রাসা শিক্ষার্থী ও এতিমদের খাবার পরিবেশন করে অনেক ভালো লেগেছে। এভাবেই আমি সারাজীবন মানুষের সেবা করে পাশে থাকতে চাই।