মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে নানা আয়োজনে বসন্ত বরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। ১লা ফাল্গুন আব্দুল ওহাব মিয়া পাবলিক লাইব্রেরির উদ্দ্যোগে বসন্ত বরণ উৎসবের আয়োজন করা হয়। সোমবার বিকাল ৫ টায় লাইব্রেরি হল রুমে বসন্ত সাজ, ও আলোচনা সভাসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে উৎসবমুখর পরিবেশে বসন্ত বরণ করা হয়।
আব্দুল ওহাব মিয়া পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবু সাইদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, প্রফেসর আলতাফ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল হক বকু, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মুরাদুজ্জামান, কাদিরদী কলেজের অধ্যক্ষ মোঃ নুরুজ্জামান মোল্যা, ওয়াকার্স পার্টির নেতা মনোজ সাহা, বোয়ালমারি কলেজের সহকারি অধ্যাপক সঞ্জীব রায়, কাদিরদী কলেজের ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক সমীর জেয়াদ্দার, আব্দুর রব, দীপঙ্কর পাল, রাধা রানী, আব্দুল হাই বাশি, প্রমূখ। অনুষ্ঠান শেষে সন্ধায় স্থানীয় শিল্পীদের কন্ঠে সঙ্গীত পরিবেশিত হয়।