• ঢাকা
  • শুক্রবার, ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২৪শে মার্চ, ২০২৩ ইং
Mujib Borsho
Mujib Borsho
ফরিদপুরের বোয়ালমারীতে মহিলা আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সনতচক্রবর্ত্তী:ফরিদপুরের বোয়ালমারীতে ময়না,ঘোষপুর, সাতৈর ইউনিয়নে মহিলা আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকাল ৫ টায় বোয়ালমারী উপজেলার সাতৈর, ময়না, ঘোষপুর মহিলা আওয়ামী লীগের আয়োজনে সাতৈর সিনিয়র আলিয়া মাদ্রাসা মাঠে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাহামুদা বেগম কৃক বলেন,বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়, এটা এখন বাস্তব। বাংলাদেশকে প্রধানমন্ত্রী অনেক উচ্চতায় নিয়ে গেছে। আজকের এই সভার মধ্যদিয়ে তৃনমুল মহিলা আওয়ামী লীগ আরো শক্তিশালী হবে। পাশাপাশি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী দেশে যে উন্নয়ন মূলক কর্মকান্ড করছেন তা জনগণের কাছে তুলে ধরতে হবে। আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে।

বোয়ালমারী পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি চামেলি আক্তার এর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগম,সাধারণ সম্পাদক সৈয়দা নুসরাত রাসুল তানিয়া,সহসভাপতি আঞ্জুআরা বেগম,সাংগঠনিক সম্পাদক তানিয়া আক্তার ইভা,মানব সম্পদ বিযয়ক সম্পাদক রুনা আক্তার,সমাজ কল্যাণ সম্পাদক নাসিমা আক্তার সহ সাতৈর,ঘোষপুর ও ময়না ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের পক্ষে অনেক নেতাকর্মী বক্তব্য রাখেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৩
শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
« ফেব্রুয়ারি  
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।