ফরিদপুরে ১০ ফুটবলার পাচ্ছেন প্রণোদনা
মহামারী করোনার কারণে অসচ্ছল খেলোয়াড়দের প্রণোদনা প্যাকেজ দিচ্ছে, এর অংশ হিসেবে ফরিদপুর জেলায় মোট ১০ জন খেলোয়াড় প্রণোদনা প্যাকেজ পাচ্ছেন।
সকালে ফরিদপুর জেলা ফুটবল এসোসিয়েশন ডি এফ এ সাধারণ সম্পাদক আবুল কাশেম ভোলা জানান। এই জেলার ১০ জন ফুটবলার প্রণোদনা পাচ্ছেন। প্রণোদনা হিসেবে প্রত্যেক খেলোয়াড় কে ২ হাজার করে আর্থিক সাহায্য দেয়া হবে। প্রণোদনা প্রাপ্ত খেলোয়াড় হলেন রাসেল ফকির, প্রশান্ত কুমার দাস, রায়হান মন্ডল, শাওন মোল্লা, রিপন কুমার দাস, আলামিন, সামিউল ইসলাম, শাহ আলম, এছাড়া মধুখালী থানা থেকে নজরুল ইসলাম ও চরভদ্রাসন হতে রিপন হোসেন প্রণোদনার জন্য বিবেচিত হয়েছেন।
বাংলাদেশ জেলা ফুটবল অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক তরফদার রুহুল আমিন এর উদ্যোক্তা বলে জানা যায়।