• ঢাকা
  • শুক্রবার, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং
ফরিদপুরে চাকরী জাতীয়করণের দাবীতে স্মারকলিপি শিক্ষক কর্মচারী ঐক্যজোটের

নিজস্ব প্রতিবেদক,
ফরিদপুরে চাকরী জাতীয়করণের দাবীতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন বেসরকারি শিক্ষক কর্মচারী ঐক্যজোট ফরিদপুর জেলা শাখা। গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে ফরিদপুর জেলা প্রশাসকের অতুল সরকারের হাতে দাবি সম্বলিত লিখিত স্মারকলিপিটি তুলে দেন শিক্ষক কর্মচারী ঐক্যজোট ফরিদপুর জেলা শাখার নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোট ফরিদপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মো. লোকমান হোসেন, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতিমন্ডলীর সদস্য অধ্যক্ষ মো. সেলিম মিয়া, শিক্ষক-কর্মচারী ঐক্যজোট ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মো. সেলিম বদরুদ্দোজা, সাধারণ সম্পাদক মো. শওকত আলী, বাংলাদেশ শিক্ষক সমিতি ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মাহমুদ সিদ্দিকী, কিন্ডারগার্টেন এসোসিয়েশন ফরিদপুর জেলা শাখার সভাপতি মো. নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক এসএম মনিরুজ্জামান, বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ফেডারেশন শাখার সভাপতি মো. জহরুল ইসলাম,সিনিয়র সহ সভাপতি নিজাম আহমেদ ।
স্মারকলিপিতে বলা হয়, শিক্ষা ক্ষেত্রে বৈষম্য চলছে। সমান যোগ্যতা থাকা সত্তেও বেসরকারি শিক্ষকদের সাথে সরকারি শিক্ষকদের বৈষম্য রয়েছে। এ বৈষম্যদূর করতে শিক্ষাকে জাতীয়করণ করা ছাড়া মুক্তি নেই। এ লক্ষে শিক্ষাকে একটি পর্যায়ে আনার জন্য শিক্ষার জাতীয়করণ অতীব জরুরী। বেসরকারি শিক্ষকদের বাঁচাতে শিক্ষা জাতীয়করণের কোন বিকল্প নেই।
স্মারকলিপিতে আগামী ৩০ জুনের মধ্যে শিক্ষা জাতীয়করণের ঘোষণা দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। ওই সময়ের মধ্যে শিক্ষা জাতীয়করণ করা না হলে আগামী ৫ অক্টোবর ঢাকায় বেসরকারি শিক্ষকরা মহা সমাবেশ করে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে।
বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতিমন্ডলীর সদস্য অধ্যক্ষ মো. সেলিম মিয়া বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষাকে জাতীয়করণের উদ্যোগ নিয়েছেন। আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যুক্ত হয়ে নামমাত্র বেতনে মানবেতর জীবনযাপন করছি। এ পর্যায়ে শিক্ষা জাতীয়করণে প্রধানমন্ত্রীর উদ্যোগ নেওয়ার জন্য আমরা এ স্মারকলিপি দিয়েছি।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।