করোনাভাইরাসের প্রভাবে ক্ষতির মুখে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘ সময় বন্ধ থাকায় আর্থিক সমস্যায় পড়ে এই প্রতিষ্ঠানগুলো। লায়ন্স ক্লাব অব ফরিদপুরের উদ্যোগে জেলার ১৬টি মাদ্রাসা ও এতিমখানায় আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দেয়।
শুক্রবার সকাল ১০টার সময় মুসলিম মিশন, গোট্টি মিয়া পাড়া জামে মসজিদ, আফতাবউদ্দিন এতিমখানা মাদ্রাসা, গজারিয়া হুজাইফা এতিমখানা মাদ্রাসাসহ ১৬টি প্রতিষ্ঠানে সাড়ে ৪ লক্ষ টাকা প্রদান করেন ।
এসময় উপস্হিত ছিলেন, লায়ন্স ক্লাব অব ফরিদপুরের প্রেসিডেন্ট এ কে এম সামসুল আলম, সেক্রেটারী লায়ন্স মহসিন শরীফ, লায়ন্স মোস্তাফিজুর রহমান লাবলু, লায়ন্স সাজিদ আহমেদ মাসুদ প্রমুখ।
লায়ন্স ক্লাব অব ফরিদপুরের সেক্রেটারী লায়ন্স মহসিন শরীফ বলেন, লায়ন্স ক্লাব অব ফরিদপুর সবসময় সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাঁশে থেকে কাজ করে। তারই অংশ হিসাবে আজ আমরা বিভিন্ন মাদ্রাসা ও এতিম খানায় সাড়ে ৪লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করলাম।