জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় সভাপতিত্ব করছেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার
ফরিদপুর জেলা করোনা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বর্তমান আলোচিত মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বাংলাদেশসহ সারা বিশ্বকে করেছে স্থবির। আর এই ভাইরাসের ২য় ঢেউ মোকাবেলা করতে ওয়ার্ড পর্যায় থেকে ফরিদপুর জেলা কমিটির সমন্বয়ে কঠোর পদক্ষেপ গ্রহন করার লক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোসা: তাসলিমা আলী, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এস এম আলী আহসান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো: হযরত আলী, সিভিল সার্জন ডা. মো: ছিদ্দিকুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপালের উপ-পরিচালক ডা. আফজাল হোসেনসহ করোনা প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ।
এসময় জেলা প্রশাসক অতুল সরকার বলেন, করোনার ২য় ঢেউ মোকাবেলা করতে ওয়ার্ড পর্যায় থেকে জেলা পর্যায়ের কমিটির মাধ্যমে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এ সময় ডাক্তারদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, করোনা রোগীদের সাথে প্রতিটি ডাক্তারগণদের আচরণ হবে সহনীয় এবং হাসপাতাল কর্তৃপক্ষকে করোনা রোগীদের সাথে মুঠোফোনে যোগাযোগ রাখাসহ তাদের সাথে সৌহার্দপুর্ন আচরণ করার অনুরোধ করেন। এতে করোনা রোগীদের মনের মাঝে ভীতি দুর হবে। এছাড়াও রোগীদের সেবা দেওয়ার জন্য হটলাইন খোলার পরামর্শ দেন জেলা প্রশাসক অতুল সরকার।
এছাড়াও সামাজিক দুরত্ব বজায় রেখে মাস্ক পরিধান করে সাধারন জনগণকে চলাফেরা করার আহবান জানান ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার।