ফরিদপুরে কালার পয়েন্ট এর উদ্যোগে ৩দিনব্যাপী চিত্র প্রদর্শনী মেলা সমাপ্ত
মানিক কুমার দাস, ফরিদপুর
প্রকাশিতঃ 4 বছর আগে
274 বার দেখা হয়েছে
০
মানিক কুমার দাস, ফরিদপুর :-
ফরিদপুরে কালার পয়েন্ট এর উদ্যোগে তিন দিনব্যাপী চিত্র প্রদর্শনী মেলা রবিবার রাতে শেষ হয়েছে
তিন দিনব্যাপী এ মেলায় স্থানীয় শিল্পীরা ছাড়াও ঢাকা ও রাজবাড়ী শিল্পীরা অংশগ্রহণ করেন। মেলায় জল রঙ , তৈলচিত্র স্কেচ সহ বিভিন্ন ধরনের ছবি প্রদর্শনী ও বিক্রয় করা হয়। তিন দিনে প্রায় অর্ধশত ছবি বিক্রি হয়েছে বলে অংশগ্রহণকারী জানান।
এ ব্যাপারে কালার পয়েন্ট এর পরিচালক রেজাউল করিম জুয়েল জানান এবছর তারা মেলায় অভূতপূর্ব সাফল্য পেয়েছেন। আগামী বছরও এই ধরনের মেলা অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন
এদিকে মেলা উপলক্ষে প্রতিদিনই বিভিন্ন স্থানের দর্শকদের মেলা প্রাঙ্গণে ভিড় করতে দেখা যায়।
মেলায় অংশগ্রহণকারী শিল্পীরা ও চিত্র প্রদর্শনীর ছবি।