ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো সতর্ক করেন যে সামাজিক দূরত্বের বেশি কড়াকড়ি দেশকে ভঙ্গুর করে দিতে পারে এবং পাবলিক সেক্টরের কর্মীদের বেতন দেওয়ার মতো সামর্থও হয়তো থাকবে না।
বৃহস্পতিবার (১৪ মে) প্রেসিডেন্টের বাসভবনের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। খবর রয়টার্সের।
তিনি বলেন, লকডাউন নিয়ে এই যে এতো গল্প, সবকিছু বন্ধ করে দেওয়া, এটি কোনো সঠিক রাস্তা নয়। এটা আসলে ব্যর্থতার পথ যা ব্রাজিলকে ভেঙ্গে দিচ্ছে।
দেশটিতে রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্তের ঠিক একদিন পরেই প্রেসিডেন্ট বোলসোনারো এমন মন্তব্য করলেন।
বিভিন্ন গভর্নরের নেওয়া দেশব্যাপী কোয়ারেন্টাইনের ব্যবস্থা সঙ্কটকে আরো ভয়াবহ করে তুলেছে। ব্রাজিল গরীব মানুষের দেশে পরিণত হচ্ছে বলে তিনি জানান।
করোনাভাইরাসে এ পর্যন্ত দেশটিতে ১ লাখ ৯৬ হাজার ৩৭৫ জন আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ১৩ হাজার ৫৫৫ জন।