র্যাব মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন মামুন
র্যাব মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন মামুন
র্যাব মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এর আগে তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডিতে) কর্মরত ছিলেন।
বুধবার (১৫ এপ্রিল) তিনি এ দায়িত্ব গ্রহণ করেন বলে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্ণেল সওয়ার বিন কাশেম জানিয়েছেন।
এর আগে গত ৮ এপ্রিল এক প্রজ্ঞাপনে র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদকে পুলিশের ইন্সপেক্টর জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। একই প্রজ্ঞাপনে সিআইডি প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে র্যাব মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
উল্লেখ্য, আবদুল্লাহ আল মামুন পুলিশ বাহিনীতে যোগ দেন ১৯৮৯ সালের ২০ ডিসেম্বর।