করোনায় এক চিকিৎসকের মৃত্যু
করোনাভাইরাসে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন চিকিৎসক মারা গেছেন।
বুধবার (১৫ এপ্রিল) ভোরে মারা যান তিনি। স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক আয়েশা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।
মারা যাওয়া ডাক্তার সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ছিলেন।
আয়েশা আক্তার জানান, তিনি ৯ তারিখ থেকে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
গত ৬ এপ্রিল ডা. মঈনের করোনা পজিটিভ আসে। অবস্থায় অবনতি ঘটলে ৭ এপ্রিল তাকে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে করোনা ইউনিটে আইসোলেশনে রাখা হয়। সেখান থেকে পরবর্তীতে পরিবারের সিদ্বান্ত অনুযায়ী তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।