• ঢাকা
  • শুক্রবার, ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২৪শে মার্চ, ২০২৩ ইং
Mujib Borsho
Mujib Borsho
মধুখালীতে পেঁয়াজ বীজে লাভের আশা করছেন চাষিরা

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি ঃ  ফরিদপুরের মধুখালী উপজেলার বিভিন্ন এলাকার মাঠে মাঠে সবুজ ডগায় গোছায় গোছায় সাদা ফুল। ওই সাদা ফুলের মধ্যেই লুকিয়ে আছে ‘কালো সোনা’ খ্যাত পেঁয়াজ বীজ। কৃষিবিদদের মতে, এ উপজেলার মাটি ও আবহাওয়া পেঁয়াজের বীজ উৎপাদনের জন্য অত্যন্ত উপযোগী। উৎপাদিত পেঁয়াজ বীজ গুণে ও মানে উৎকৃষ্ট। ফলনও হয় বেশ ভালো। আর তাই মধুখালীতে পেঁয়াজের বীজ চাষে লাভের স্বপ্ন দেখছেন চাষিরা।
মধুখালী কৃষি অফিস সূত্র জানায়, এ বছর উপজেলায় ১৭০ হেক্টর জমিতে পেঁয়াজ বীজের চাষ হয়েছে। যা গত বছর ছিল ১৬০ হেক্টর। পেঁয়াজের দানার দাম বেশি পাওয়ায় কৃষকরা দানা চাষে আগ্রহী। উপজেলা কৃষি অফিসার আলভীর রহমান বলেন, উপজেলার মধ্যে গাজনা, মেগচামী, রায়পুর, কামালদিয়া ইউনিয়ন এলাকায়  পেঁয়াজ বীজের চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে উপজেলায় বেশি পেঁয়াজ বীজ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে এখানকার পেঁয়াজ বীজের বেশ চাহিদা রয়েছে।

সালেহীন সোয়াদ সাম্মী
মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৩
শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
« ফেব্রুয়ারি  
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।