• ঢাকা
  • সোমবার, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই জানুয়ারি, ২০২৫ ইং
সাভারের সিনিয়র সাংবাদিক জাহিদুর রহমানের করোনা জয়

করোনা আক্রান্তের ৯ দিন পর সাভার মিডিয়া ক্লাবের প্রতিষ্ঠাতা সিনিয়র সাংবাদিক জাহিদুর রহমান করোনা মুক্ত হয়েছেন।

সোমবার (১৫ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়েমুল হুদা। এর আগে গত ৬ জুন তার দেহে করোনার উপস্থিতির কথা জানা যায়।

জাহিদুর রহমান সম্মুখ সারির (কোভিড-১৯) যোদ্ধা হিসেবে তীব্র লড়াই করেছেন। সংক্রমণের ঝুঁকি সত্ত্বেও আক্রান্ত হবার পূর্ব পর্যন্ত সাহস এবং সততা নিয়ে নিজের পেশার প্রতি ছিলেন অবিচল।

তিনি জানান, করোনায় আক্রান্ত হবার পর থেকে সীমাহীন উদ্বেগ, পরম মমতায় ভালোবেসে আমার সুস্থতার জন্য অনেকে প্রার্থনা করেছেন। সব কিছুর জন্য সকলের প্রতি আমার ও পরিবারের পক্ষ থেকে পরম কৃতজ্ঞতা। বিশেষ করে আনোয়ারুল কাদের নাজিম আমার সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করেছেন। অন্যদিকে আমার শারীরিক মারাত্মক জটিলতার মধ্যেও “কিছুই হয়নি বলে” আশ্বস্ত করে আমাকে প্রতিটা মুহূর্তে সাহস যুগিয়েছেন। করোনার সঙ্গে দৃঢ় মনোবল নিয়ে লড়াই করে বেঁচে থাকতে সাহায্য করেছেন বলেও জানান তিনি।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জানুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ডিসেম্বর    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।