সাভারে উপজেলা চেয়ারম্যানের ত্রাণ বিতরণ
সুমন ভূইয়া সাভারঃ করোনা পরিস্থিতিতে সাভারের অসহায়, পঙ্গু ও হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করে মানবতার মূর্ত প্রতীক হয়ে উঠেছেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব! সাভার উপজেলা পরিষদ চত্বরে সাতশো’ অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন তিনি।
পবিত্র মাহে রমজানের ২১ তম দিনে দুপুরে সাভার উপজেলাধীন ধামসোনা ইউনিয়নের গাজিরচট উত্তর মদিনাতুল উলুম ইসলামিয়া আলিম মাদ্রাসার মাঠে হতদরিদ্র, দিনমজুর ও প্রতিবন্ধী কর্মহীন মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান।
এসময় তিনি জানান, করোনা পরিস্থিতির কারণে সাভার উপজেলার হতদরিদ্র ও কর্মহীন মানুষ এবং প্রতিবন্ধী ও দুঃস্থদের এই অসহায় অবস্থায় তাদের পাশে এসে দাঁড়িয়েছেন মানবিক দিক ভেবে এবং উপজেলা চেয়ারম্যান হিসেবে তাঁর দায়িত্বশীলতার কারণে। এই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি
এসময় তাঁর সাথে আরও উপস্থিত ছিলেন – সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা দৌলা, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মাসুদ চৌধুরী, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন, সাভার উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খান, ঢাকা জেলা উত্তর আইয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, সাভার উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এর সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক প্রমুখ সহ আশুলিয়া থানা ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ।