• ঢাকা
  • মঙ্গলবার, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই জানুয়ারি, ২০২৫ ইং
ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে আ.লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ফারুক হোসেনের মনোনয়ন দাখিল

বিজয় পোদ্দার,ফরিদপুর:

আসন্ন ১৭ই অক্টোবর ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী কেন্দ্রীয় যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক ও প্রেসিডিয়াম সদস্য রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ ফারুক হোসেন ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এ সময় তার সাথে ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্য র্নিবাহী কমিটির অন্যতম সদস্য বিপুল ঘোষ, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ্ মোঃ ইশতিয়াক আরিফ, সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদ হোসেন, ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক ঝর্না হাসান, মাইনুদ্দিন আহম্মেদ মানু, কে.এম সেলিম, শিল্প বাণিজ্য সম্পাদক দীপক মজুমদার, বর্তমান শহর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক এ্যাডঃ বদিউজ্জামান বাবুল, মোঃ মনিরুজ্জামান মনির, জেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনীত প্রার্থী মোঃ ফারুক হোসেন ও দলীয় অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তরে মোঃ ফারুক হোসেন বলেন, বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন দিয়েছেন নির্বাচতি হলে মানুষের কর্মী হিসাবে কাজ করবো। অন্য এক প্রার্থীর মনোনয়ন জমা দেওয়া বিষয়ে তিনি বলেন, ইতিহাস ঐতিহ্যের রাজনৈতিক দল আওয়ামীলীগের সংগ্রাম ও গৌরব দীর্ঘ মাইল ফলকের দলের শৃঙ্খলা ভঙ্গ করে কেউ যদি কিছু করেন তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের সাংগঠনিক ব্যবস্থা নেবে দল। জেলার সমস্ত নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে আহবান জানান জেলা আওয়ামীলীগের সভাপতি শামীম হক।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জানুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ডিসেম্বর    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।