খুলনা রূপসা নদী থেকে মোঃ হান্নান (৫৫) মাঝির মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত এই মাঝির লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ।
আজ(১৫ জুন)সোমবার সকাল সাড়ে ৭টার সময় খুলনা মহানগর এলাকার রুপসা নদীর ২ নং কাস্টম ঘাট এলাকায় রকি ডকইয়ার্ড এর সামনে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পায় স্থানীয় মাঝিরা। পরে নিহত মাঝির পরিবারকে খবর দিলে তারা নদীতে পড়ে হারিয়ে যাওয়া মোঃ হান্নান মাঝি (৫৫) এর মৃত দেহ শনাক্ত করে তার পরিবারের লোকজন ও মাঝিরা।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত হান্নান মাঝি(৫৫) দীর্ঘদিন ধরে রূপসা উপজেলার সিংহের চর সাবেক চেয়ারম্যান জুলফিকার আলী জুলুর বাড়িতে ভাড়া থাকতো। গত (১০ জুন)সকাল ১০টায় কয়রা উপজেলার এফরান সানার ছেলে মাঝি হান্নান সানা সেনের বাজার ঘাটে ট্রলারে ধাক্কা খেয়ে নদীতে পরে যায়। সকাল ১০টা থেকে দুপুর ৫টা পর্যন্ত ফায়ার সার্ভিস ও ডুবরী দল চেষ্টা করেও নিখোঁজ মাঝির সন্ধান পাইনি।
এ ব্যাপারে রহিমনগর নৌ ক্যাম্প পুলিশের ইনচার্জ অমিত কুমার জানান, নৌকাটি ফেরীর পল্টুনের সাথে ধাক্কা লাগলে হান্নান পানিতে পড়ে যায়। ঘটনার পর থেকে ঐ দিন বিকাল ৫টা পর্যন্ত উদ্ধার অভিযান চালালেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে আজ সোমবার সকাল সাড়ে ৭টায় লাশ উদ্ধান করা হয়েছে।