• ঢাকা
  • বুধবার, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ ইং
ফরিদপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২০ উপলক্ষে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

ফরিদপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২০ সফল করার উদ্দেশ্যে সচেতনতামূলক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৪ই অক্টোবর হতে ০৪ নভেম্বর ২০২০ (২৯ আশ্বিন হতে ১৯ কার্তিক) পর্যন্ত ইলিশের প্রজনন মৌসুম। এ মৌসুমে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

এ উপলক্ষে আজ ১৫ অক্টোবর বৃহস্পতিবার বিকেল ৩.০০ টার সময় স্বর্ন কুটির পৌর মার্কেটে ফরিদপুর জেলা মৎস্য চাষী পোনা ব্যবসায়ী ও হ্যাচারী মালিক কল্যাণ সমিতির আয়োজনে তাদের নিজস্ব কার্যালয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ফরিদপুর জেলা মৎস্য চাষী পোনা ব্যবসায়ী ও হ্যাচারী মালিক কল্যাণ সমিতির সভাপতি এ.কে.এম হাসিবুল আলম সিদ্দিকী (লিপন) এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব এ্যাডঃ মোঃ শামসুল হক (ভোলা মাষ্টার)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, রিয়া রাথিন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আব্দুস সোবহান।

আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী, ফরিদপুর মটর ওয়ার্কার্স শ্রমিক ইউনিয়নের (১০৫৫) সাধারণ সম্পাদক গোলাম মোঃ নাসির, মৎস্য সমিতির যুগ্ম সম্পাদক মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক শেখ মোঃ মহসিন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মৎস্য চাষী সমিতির সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান বাবর।

অনুষ্ঠানে বক্তারা ফরিদপুর জেলা মৎস্য চাষীদের এই অভিযানে সর্বাত্মক সহযোগিতা কামনা করেন এবং অন্যান্য সকল জেলেদের এই অভিযানে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানান।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।