জাতীয় শোক দিবস ফরিদপুর উদয়ন সংঘের উদ্যোগ খাদ্য সামগ্রী বিতরণ
ফরিদপুর জেলা প্রতিনিধি
জাতীয় শোক দিবস উপলক্ষে আলিপুরের উদয়ন সংঘের উদ্যোগে আজ ১৫ আগষ্ট সোমবার দুপুরে অসহায় দুঃস্থ মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদয়ন সংঘের সভাপতি ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস। এ সময় অন্যন্যের মধ্যে ফরিদপুর জেলা যুবলীগের আহবায়ক কমিটির অন্যতম সদস্য আলী আজগর মানিক, শরিফুল হাসান প্লাবন, পৌর আহ্বায়ক কমিটির সদস্য সুমন হক আশরাফুল হাসান প্রলয় সহ এলাকার অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এতে প্রায় পাঁচ শতাধিক লোকের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।।