ফরিদপুরে
ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও সহকারী কমিশনার (ভূমি)গনের মাধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট অতুল সরকার। আজ ১৫ জুলাই, ২০২০ বুধবার ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের মিনি সম্মেলন কক্ষে এ স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়।
জেলা রাজস্ব প্রশাসনের আয়োজনে রাজস্ব প্রশাসনের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আসলাম মোল্লা। সহকারী কমিশনার (ভূমি) গনের মধ্যে ফরিদপুর সদর উপজেলার শাহ মো: সজীব, বোয়ালমারী উপজেলার সাব্বির আহমেদ, মধুখালী উপজেলার শান্তা রহমান, নগরকান্দা ও সালথা উপজেলার মো: আহসান মাহমুদ রাসেল, ভাঙ্গা উপজেলার মুহাম্মদ আল আমিন, সদরপুর উপজেলার সজল চন্দ্র শীল, চরভদ্রাসন উপজেলার ইমদাদুল হক তালুকদার। এ সময় অন্যান্যের মধ্যে সহকারী কমিশনার তিথি মিত্র, জনাব আশিক আহমেদ, তারেক হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।