• ঢাকা
  • শনিবার, ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ ইং
নাটোরে দৃষ্টি প্রতিবন্ধীদের ১০টি স্মার্ট সাদাছড়ি প্রদান

নাটোর প্রতিনিধি

দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচল সুবিধা নিশ্চিত করতে নাটোরে ১০টি স্মার্ট সাদাছড়ি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দৃষ্টি প্রতিবন্ধীদের হাতে এসব সাদাছড়ি তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাদাছড়ি সহযোগে নির্বিঘ্ন চলাচল দৃষ্টি প্রতিবন্ধীদের অধিকার। সমাজের সকল মানুষকে তাদের এই চলাচলে সহায়তা প্রদান করতে হবে। নতুন সংযোজিত স্মার্ট সাদাছড়িতে থাকা বিশেষ ডিভাইসের সেন্সর ও ভাইব্রেশন দৃষ্টি প্রতিবন্ধীদের চলাচলের পথকে সুগম করবে। এই স্মার্ট সাদাছড়ি প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠায় আরো একধাপ এগিয়ে চলা বলে বক্তারা অভিমত প্রকাশ করেন।
জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ সভা প্রধানের দায়িত্ব পালন করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান. নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, নাটোর সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক মো মোস্তাফিজুর রহমান, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ভক্ত প্রসাদ দাস প্রমুখ।
বিশ্ব সাদাছড়ি নিরাপত্তাা দিবস উপলক্ষে জেলা প্রশাসন এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।