• ঢাকা
  • সোমবার, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৪ ইং
সচিব হচ্ছেন ইউনিয়ন পরিষদের হৃদপিন্ড – জেলা প্রশাসক অতুল সরকার

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেছেন, একটি ইউনিয়নের হৃদপিন্ড হচ্ছে সেই ইউনিয়ন পরিষদের সচিব। দেহের হৃদপিন্ড যেমন ছান্দিক সংকোচনের মাধ্যমে রক্তনালীর ভেতর দিয়ে রক্ত সারা দেহে প্রবাহিত করে, তেমনি ইউনিয়নের সচিবই পুরো ইউনিয়নের কার্যক্রম করে থাকেন। রক্তের সরবরাহ ভাল না হলে যেমন দেহ অসুস্থ-অচল হয়ে পড়ে, তেমনি ইউনিয়নের সচিব দায়িত্বে- কর্মে ভাল না হলে তার নেতিবাচক প্রভাব পড়ে পুরো ইউনিয়নে। একজন ইউপি সচিব যদি তার উপর অর্পিত দায়িত্ব সুষ্ঠু ও যথাযথভাবে করে তাহলে ঐ ইউনিয়ন দ্রুত উন্নয়নের দিকে ধার্বিত হয়।

অতুল সরকার আরো বলেন, অনেক ক্ষেত্রে অভিযোগ পাওয়া যায় ইউনিয়নের চেয়ারম্যানদের সচিবরা যথাযথ মূল্যায়ন করেন না। কোন কোন ক্ষেত্রে ইউপি সদস্যদেরও মূল্যায়ন না করার অভিযোগ পাওয়া যায়। এটা কাম্য নয়।

জেলা প্রশাসক বলেন, ইউপি সচিব যত শক্তিশালী বা শিক্ষিত হোন না কেন, মনে রাখবেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বররা জনপ্রতিনিধি। তাদের যথাযথ মূল্যায়ন করতে হবে। তিনি আজ সোমবার ১৫ জুন, ২০২০ খ্রিস্টাব্দ পরিবেশ ও সামাজিক সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। প্রশিক্ষণে সভাপতিত্ব করেন ফরিদপুর স্থানীয় সরকারের উপপরিচালকমো: মনিরুজ্জামান।

ফরিদপুর জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনে কক্ষে সকাল ১০ টায় প্রশিক্ষণ শুরু হয়। দুই দিনব্যাপী প্রশিক্ষণে জেলার সকল ইউনিয়ন পরিষদের সচিব অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে সহায়তা করে স্থানীয় সরকার বিভাগের এলজিএসপি-৩ প্রকল্প।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ডিসেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« নভেম্বর    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।