• ঢাকা
  • শুক্রবার, ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা অক্টোবর, ২০২৪ ইং
পদ্মায় তীব্র স্রোত, কাঁঠালবাড়ি-শিমুলিয়ায় আটকা শত শত ট্রাক

পদ্মায় তীব্র স্রোতের কারণে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ফেরি চলাচল ব্যাহত হওয়ায় উভয় ঘাটে আটকে পড়েছে সহস্রাধিক পণ্যবাহী ট্রাক।

পণ্যবাহী ও বড় পরিবহন পারাপারে হিমশিম খাচ্ছে ফেরি কর্তৃপক্ষ। তবে ছোট ও মাঝারি কয়েকটি ফেরি দিয়ে জরুরি পরিবহন, অ্যাম্বুলেন্স পারাপার করছে ফেরিগুলো।
ঘাট সূত্রে জানা যায়, গত ৩ দিন ধরে পদ্মায় দ্বিতীয় দফায় আবার পানি বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় ১৫ সেমি পানি বেড়ে এখন বিপৎসীমার ২৫ সেমি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে পদ্মায় তীব্র স্রোত দেখা দিয়েছে। ফলে কাঁঠালবাড়ি-শিমুলিয়া উভয়পাড়ে আটকে পড়েছে সহস্রাধিক পণ্যবাহী ট্রাক।
এর মধ্যে কাঁঠালবাড়ি ঘাটেই আটকে আছে প্রায় ৬শ’ পণ্যবাহী ট্রাক। তীব্র স্রোতে ৪টি ডাম্প ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। বর্তমানে ১৭টি ফেরির মধ্যে ১২টি ফেরি দিয়ে জরুরি সেবা চালু রেখেছে ঘাট কর্তৃপক্ষ। এই ঘাটে ৮৭টি লঞ্চ, ২ শতাধিক স্পিডবোট ও ১৭টি ফেরি চলাচল করে। পূর্বে যে যায়গায় ফেরির পল্টুন ছিল সেই স্থান ডুবে গেছে। এ কারণে এখন হাই ওয়াটার লেভেলে পল্টুন স্থাপন করা হয়েছে।
কাঁঠালবাড়ি ঘাট ব্যবস্থাপক আলিম মিয়া জানান, তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ১৭টি ফেরির মধ্যে ১২টি ফেরি দিয়ে জরুরি সেবা চালু রয়েছে। তবে ঈদকে সামনে রেখে গরু বোঝাই ট্রাক ও অ্যাম্বুলেন্সকে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

অক্টোবর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« সেপ্টেম্বর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।