ফরিদপুর :জেলা প্রশাসন, ফরিদপুর, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ফরিদপুর ও ক্যাব, ফরিদপুর এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে বর্ণাঢ্য র্যালি, ট্রাক-শো ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবার দিবসটির প্রতিপাদ্য ছিলোঃ মুজিববর্ষে শপথ করি, প্লাস্টিক দূষণ রোধ করি।
দিবসের বর্ণাঢ্য র্যালি ও ট্রাক-শো বেলুন উড়িয়ে উদ্বোধন শেষে দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তাসলিমা আলী । প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার , অধ্যক্ষ, সরকারি রাজেন্দ্র কলেজ প্রফেসর মোশার্রফ আলী ও ক্যাব ফরিদপুর এর সভাপতি শেখ ফয়েজ আহমেদ।
সম্মানিত অতিথি ছিলেন অধ্যক্ষ, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ প্রফেসর কাজী গোলাম মোস্তফা , শিক্ষাবিদ প্রফেসর মোঃ শাহজাহান , টাইমস ইউনিভার্সিটির ব্যবসা প্রশাসন অনুষদের ডীন ড. মুহাম্মদ কামরুজ্জামান, সহযোগী অধ্যাপক, ইংরেজি বিভাগ, সরকারি রাজেন্দ্র কলেজ এবং সদস্য, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটি রেজভী জামান।
দিবসের প্রতিপাদ্যের উপর কি নোট উপস্থাপন করেন ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ।
সভায় আরও বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম , শেখ জামাল, প্রভাষক, ইতিহাস বিভাগ, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ, মোঃ শাহাদাত হোসেন, জেলা বাজার কর্মকর্তা, আসমা আক্তার মুক্তা ও শিপ্রা গোস্বামী, সম্মানিত সদস্য, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটি, মোঃ মতিউর রহমান, পরিচালক, জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ, মো: মাসুদুল হক,সভাপতি, চকবাজার বণিক সমিতি ও কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির ফরিদপুর এর সভাপতি সৈয়দ নাজমুল হোসেন লোচন, খায়রুজ্জামান লাভলু, কোষাধ্যক্ষ, হাজী শরীয়তউল্লাহ বাজার ব্যবস্হাপনা কমিটি। এছাড়া ফরিদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ সাইফুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সামাজিক সংগঠনের সদস্যবৃন্দ, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ, চকবাজার, নিউমার্কেট, হাজী শরীয়তউল্লাহ বাজার ব্যবস্হাপনা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতির সম্মানিত সদস্যবৃন্দ, জেলা বেকারী মালিক সমিতির নেতৃবৃন্দ, ইট-ভাটা মালিক সমিতির নেতৃবৃন্দ, রোভার স্কাউট এর সদস্যবৃন্দ, সাংবাদিক বৃন্দ, উপস্থিত ছিলেন।