মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় মহান বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মাননীয় সংসদ উপনেতার রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে উপজেলার রসুলপুর হামিদ মঞ্জিলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, নগরকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান সরদার, সালথা উপজেলা পরিষদ চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর, আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য মোঃ শফি উদ্দিন, সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল হাসান খান, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, যুবলীগ নেতা ইন্জিনিয়র সাজ্জাদ হোসেনসহ দুই উপজেলার নেতাকর্মী বৃন্দ।
এসময় নেতাকর্মীদের উদ্দেশ্যে লাবু চৌধুরী বলেন, সালথা-নগরকান্দা কৃষ্ণপুরের মানুষের জন্য আমার মা সৈয়দা সাজেদা চৌধুরী আজীবন কাজ করেছেন। আমিও তেমনি আপনাদের সুখে-দুঃখে সারাজীবন আপনাদের সাথে আপনাদের সেবা করে যেতে চাই। আপনারা কেও নির্বাচন পরবর্তী সহিংসতায় জড়াবেন না। এই এলাকায় আমরা সবাই মিলেমিশে বসবাস করতে চাই। আওয়ামী লীগকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নিজেদের ঐক্যের কোন বিকল্প নেই।
১৫ ডিসেম্বর ২০২১