সদরপুরে ভ্রাম্যমাণ অভিযান: ২ বাস আটক ৪ জনের জেল জরিমানা
সদরপুর থেকে নুরুল ইসলাম:
ফরিদপুরের সদরপুরে আজ শনিবার বিকালে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেল। সদরপুর শহর এলাকায় অবৈধ গাড়ী পার্কিং এর দায়ে সড়ক ও পরিবহন আইন এর ৪৭ধারা অমান্য করায় ৯০ধারা অনুযায়ী সদরপুর-ঢাকাগামী ডি.এম পরিবহনকে (ঢাকা মেট্রো ব ১৫-১৫৪৫) ৫হাজার টাকা ও চরভদ্রাসন-ঢাকাগামী যমুনা পরিবহনকে (ঢাকা মেট্রো ব ১৫-৯৬৩২) ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আইন অমান্য করা এবং যথাযথ কাগজপত্র না থাকায় ২ চালক ও ২ সুপারভাইজারকে ৫ হাজার টাকা করে জরিমানা ও ৩দিনের জেল প্রদান করেন বিজ্ঞ ভ্রাম্যমান আদালত। উপজেলা নির্বাহী অফিসার এলাকাবাসীর সহযোগিতা প্রত্যাশা করে বলেন, জনস্বার্থে সদরপুর শহরকে যানজটমুক্ত করা হবে। এ অভিযান অব্যাহত থাকবে।