• ঢাকা
  • বৃহস্পতিবার, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ ইং
মধুখালী পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

আগামী ১০ ডিসেম্বর ফরিদপুরের মধুখালী পৌরসভার অনুষ্ঠিতব্য পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ ও বিএনপির প্রার্থীরা মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিল করেছেন।

দলীয় নেতা-কর্মী নিয়ে উভয় দলের প্রার্থীরা রোববার(১৫ নভেম্বর) মনোনয়নপত্র জমা দেন ।
উৎসব মুখর পরিবেশে মধুখালী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়াামী লীগ মনোনীত প্রার্থী এবং বর্তমান মেয়র খন্দকার মোরশেদুর রহমান লিমন বেলা ১২টায় দলীয় নেতাকর্মীদের নিয়ে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার মো. এনামুল হকের নিকট উপজেলা নির্বাচন কর্মকর্তার অফিস কক্ষে দলীয় মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি হাজী মীর্জা আব্দুল করিম, সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মাদ মুরাদুজ্জান মুরাদ, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, পৌর আওয়ামীলীগ সাধারন সম্পাদক মির্জা আক্তার“জ্জামান খোকন উপস্থিত ছিলেন। অপরদিকে বিকেলে বিএনপি মনোনীত প্রার্থী শাহাবুদ্দিন আহমেদ সতেজ দলীয় নেতা কর্মীদের নিয়ে রিটার্নিং অফিসারের নিকট মেয়র পদে মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপজেলা বিএনপির সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান ও সাধারণ সম্পাদক আবুল কাসেম আবুল উপস্থিত ছিলেন।
এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে মনোনয়নপত্র জমা দেন মীর্জা মাজহারুল ইসলাম মিলন। মধুখালী পৌরসভার কমিশনার প্রার্থীরা নিজ নিজ কর্মী-সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমাদেন। মেয়র-৩, সংরক্ষিত মহিলা-১৩ এবং সাধারন সদস্য পদে ৩৪জন মনোয়নপত্র দাখিল করেছেন।এ সময় সহকারি রিটার্নিং ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আজিজুল ইসলাম উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।