• ঢাকা
  • বৃহস্পতিবার, ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং
মধুখালীতে আল আরাফা ইসলামী ব্যাংকের আউটলেট উদ্বোধন

মধুখালি ( ফরিদপুর) প্রতিনিধি: ১৫ ডিসেম্বর’২০
ফরিদপুরের মধুখালী উপজেলা সদরের পশ্চিম গাড়াকোলাস্থ থানারোডে মধুমিতা সুপার মার্কেট ভবনে আল আরাফা ইসলামী ব্যাংকের আউটলেট উদ্বোধন করা হয়েছে।

     আজ মঙ্গলবার  সকাল সাড়ে ১০ টার দিকে এ উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর শাখার অপারেশন ম্যানেজার মোঃ জাহাঙ্গীর আলম। মাওলানা মো. জাকারিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এ. কে. আজাদ। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন মধুখালী বাজার বণিক সমিতির সভাপতি আবুল বাশার বাদশা, মেগচামী আদর্শ স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো. আবুল খায়ের প্রমুখ।
বক্তাগণ আশাবাদ ব্যক্ত করেন যে, এই আউটলেট উদ্বোধনের মাধ্যমে স্থানীয় জনসাধারণ ব্যাপকভাবে উপকৃত হবেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মুজাহিদুল ইসলাম। এরপর ফিতা কেটে এই আউটলেট শাখার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের নির্ধারিত প্রধান অতিথি আল আরাফা ইসলামী ব্যাংকের ফরিদপুর শাখার এভিপি মোহাম্মদ আব্দুস শুকুর শারিরীক অসুস্থতাজনিত কারণে উপস্থিত হতে পারেননি তবে তিনি ভিডিও কলে দিকনির্দেশনামুলক বক্তব্য দেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ফেব্রুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।