শেখ কামাল অনূর্ধ্ব ১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা
টাঙ্গাইলের মাঠেও শুভ সূচনা করেছে ফরিদপুর জেলা দল
বিশেষ প্রতিনিধি :-শেখ কামাল অনূর্ধ্ব ১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় আজ ১৫ জানুয়ারি শনিবার টাঙ্গাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় শুভ সূচনা করেছে ফরিদপুর জেলা দল।
বৃষ্টিবিঘ্নিত দিনে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম খেলাটি ২৫ ওভারে অনুষ্ঠিত হয় ।
এতে প্রথমে ব্যাট করতে নেমে গাজীপুর জেলা দল ১০৫ রানে অলআউট হয়।
জবাবে ফরিদপুর জেলা দল ১৭,২ ওভারে ২ উইকেট হারিয়ে ১০৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে রায়হান সর্বোচ্চ ৩৭ রান করে ।
এর আগে ফরিদপুর দলের বোলারদের মারাত্মক বোলিং এর সুবাদে টাঙ্গাইল জেলা দল ১০৫ রানে অলআউট হয় । ফরিদপুরের পক্ষে ফাহিম তিনটি এবং নাসির ও রাফি ২ টি করে উইকেট নেন।