ও মধুখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক
না ফেরার দেশে চলে গেলেন ফরিদপুর জেলার মধুখালী উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তি আহসান হাসীব পিকু। আজ সকাল ৮ টায় ঢাকার ইমপালস হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যু বরণ করেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। দীর্ঘদিন যাবত জটিল কিডনি রোগে আক্রান্ত হয়ে নিয়মিত ডায়ালিসিস নিচ্ছিলেন। অতি সম্প্রতি করোনা আক্রান্ত হয়ে পরিস্থিতি জটিল হয়ে যায় । পিকু আহসান হাসিবের মৃত্যুতে মধুখালীর রাজনৈতিক সাংবাদিক ,সাংস্কৃতিক এবং সাহিত্যাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
ফরিদপুর রাজেন্দ্র কলেজের ৮০ দশকের রাজপথ কাঁপানো ছাত্র নেতা পিকু আহসান হাসিব। এ’দেশের বাম রাজনীতির আদর্শে গড়া ছাএ ইউনিয়নের পতাকা তলে সামিল হয়ে ছাএ রাজনীতি শুরু করেন। পরবর্তীতে জননেতা আব্দুর রহমান এর হাত ধরে বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি তে জড়িয়ে পরেন। আহসান হাবীব পিকু মধুখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মধুখালী
প্রেসক্লাবের সহ-সভাপতি এবং মধুখালী নজরুল ও রবীন্দ্র জয়ন্তী উদযাপন পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও পিকু আহসান হাবীব মধুখালীর ঐতিহ্যবাহী বর্ষবরণ ও বৈশাখী মেলার সাংস্কৃতিক মঞ্চ উপ-কমিটির আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন ।
তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ফরিদপুর -১ আসনের সাবেক সাংসদ আব্দুর রহমান ও ফরিদপুর ১ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ মঞ্জুর হোসেন বুলবুল, সাবেক জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী সিরাজুল ইসলাম ও মধুখালী উপজেলা পরিষদ ,মধুখালী পৌরসভা, মধুখালী প্রেসক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।