খুলনা, ৩১ শ্রাবণ (১৫ আগস্ট)
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও স্বাধীনতার মহান স্হপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ (শনিবার) বিকালে খুলনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক জাতীয় কৃতি ফুটবলার শেখ মোঃ আসলাম। বিশেষ অতিথি ছিলেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসে উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল, খুলনা মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক আলমগীর কবীর, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সরদার মাহবুবার রহমান, খুলনা কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কালাম আজাদ, ইউএনবি খুলনা প্রতিনিধি শেখ দিদারুল আলম, গ্লোবাল খুলনার আহবায়ক শাহ মামুনুর রহমান তুহিন, জাতীয় ফুটবল দলের সাবেক কোচ আব্দুর রাজ্জাক, অধ্যাপক আবজালুর রহমান প্রমুখ। সভাপতিত্ব করেন পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মোঃ রফিকুল ইসলাম।
আলোচনা সভায় অতিথিরা বলেন, বঙ্গবন্ধুর আদর্শ শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে হবে এবং মুজিব দর্শনকে ধারণ করতে হবে। বঙ্গবন্ধু বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন। তাঁর স্বপ্নকে বাস্তবায়নে আমাদের নিজ নিজ অবস্হান থেকে দেশের জন্য দায়িত্ব পালন করতে হবে।
আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।