ফরিদপুর পৌরসভার নিজস্ব দোকান মালিকগণ অনলাইনে ভাড়া পরিশোধ করতে পারবেন
এখন থেকে ফরিদপুর পৌরসভার নিজস্ব মার্কেটের দোকান মালিকগণ ঘরে বসেই অন লাইনে মোবাইল ফোনের মাধ্যমে দোকান ঘরের ভাড়া পরিশোধ করতে পারবেন। ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহতাব আলী মেথু বুধবার বেলা ১১টায় পৌরসভার সম্মেলন কক্ষে ডিজিটাল পৌরসভা সার্ভিস সিস্টেমের আওতায় অনলাইনে দোকান ঘর ভাড়া জমা দেওয়ার সফটওয়ার ও বিল জারীর উদ্বোধন করেছেন।
মেয়র শেখ মাহতাব আলী মেথু বলেন, দোকান মালিকগন আগামী ২১ জুলাই থেকে মোবাইলের মাধ্যমে দোকান ঘরের ভাড়া পরিশোধ করতে পারবেন।
তিনি জানান, digitalpaurashava.gov. bd এ প্রবেশ করে দোকান মালিক তার ভাড়া পরিশোধ করতে পারবেন। এ সময় পৌরসভার প্রধান নির্বাহী কমকর্তা মোঃ শাহজাহান মিয়া,নির্বাহী প্রকৌশলী মোঃ শামসুল আলম,পৌর সচিব তানজিলুর রহমানসহ পৌরকর্তাগন উপস্থিত ছিলেন।