বেপরোয়াভাবে চলাফেরা করতে নিষেধ করায়
কুষ্টিয়া সদর উপজেলা ইবিথানার ১১নং আব্দালপুর ইউনিয়নের পশ্চিম আব্দালপুর বিশ্বাস পাড়ায় ছেলেকে বেপরোয়াভাবে চলাফেরা করতে নিষেধ করায় অভিমানে বিষপানে নিশাণ (১৭) নামের এক যুবক আত্মহত্যা করেছে।
আজ বুধবার দুপুর ২ টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত নিশাণ (১৭) আব্দালপুর ইউনিয়নের পশ্চিম আব্দালপুর এলাকার ইন্তা ইসলামের ছেলে।
স্থানীয় সুত্রে জানা গেছে, সে পরিবারের কারো কথা শুনত না বেপরোয়াভাবে চলাফেরা করত। বাসা থেকে এইভাবে চলাফেরা নিষেধ করার কারণে নিশাণ কীটনাশক পান করে। কীটনাশক পানের কথা টের পেয়ে তার চাচাতো ভাইয়েরা তাকে নিয়ে আব্দালপুর বাজারে গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কুষ্টিয়া সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুর ২টার দিকে মারা যায়।
ইবিথানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন জানান, বেপরোয়া চলাফেরা নিষেধ করার জের ধরে সে বিষপান করে। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যু বরণ করেন। এবিষয়ে মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।