সালেহীন সোয়াদ সাম্মী, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ
দক্ষিণ অঞ্চলের একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান ফরিদপুরের মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের শ্রমজীবি ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০ টায় ফরিদপুর চিনিকল শ্রমজীবি ইউনিয়ন অফিস প্রাঙ্গনে শ্রমজজীবি ইউনিয়নের সভাপতি মোঃ হারুন-অর-রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজল বসুর সঞ্চালনায় ২০১৯-২০২০ অর্থ বছরের অায় ব্যয়ের হিসাব পেশ করেন অর্থ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মিন্টু।
অনান্যের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুর শ্রম দপ্তরের সহকারি পরিচালক মোঃ মোখলেচুর রহমান, মনিরুল ইসলাম, আক্কাস মোল্যা, মোঃ শাহিন মিয়া, মির্জা মাঝারুল ইসলাম মিলন, বাবু সুভাষ রায় মোঃ আব্বাস আলী, আবুল বাসার বাদশা, উজ্জল শেখ, মোঃ ফরিদ প্রমুখ। এ সময় আগামী ২৮শে মার্চ শ্রমজীবি ইউনিয়নের নির্বাচনের তারিখ নির্ধারন করা হয়।