তিনজন রোগী করোনা আক্রান্ত: আতঙ্কিত রাজশাহীবাসী
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী :
পরপর তিনদিন রাজশাহীতে তিনজন রোগী ধরা পড়লো করোনা আক্রান্ত। তবে যে তিনজন করোনা আক্রান্ত হয়েছে তারা সবাই ঢাকা ও নারায়নগঞ্জ-ফেরত, এ নিয়ে চরম আতঙ্ক এখন জেলার সাধারণ মানুষের মাঝে। বিশেষ করে যারা অপ্রয়োজনে ঘরের বাইরে ঘুরাফিরা করছিলেন, তারা এখন আতঙ্কে অনেকেই ঘরে ঢুকেছেন।তার পরেও এখনো রাজশাহীর রাস্তায় দেখা মিলছে সাধারণের ভিড়। বিশেষ করে গ্রামের মোড়ে মোড়ে সন্ধ্যার পরে এখনো জটলা পাকিয়ে আড্ডা হচ্ছে বলে একাধিক মাধ্যম থেকে জানা গেছে।রাজশাহী মহানগরীর পাড়া মহল্লায় যেখানে রাস্তা অনেক সরু,গাড়ী ঢুকতে পারছে না,ওই সমস্ত জায়গায় ফ্লাক্সে করে চা বেচতে দেখা যায় এবং আড্ডাবাজ কিছু লোকজন।পুলিশ বা সেনাবাহিনী মাঝেমধ্যে হানাও দিচ্ছে,তারপর তারা যাওয়া মাত্র আবার যে করা সেই।
হাইওয়ে রাস্তায়ও ২/১ জন চোখে পড়ছে।যা কাম্য নয়।সন্ধ্যার পর কোর্ট স্টেশন রোডে এরূপ দাড়িয়ে থাকা একজন ব্যাক্তির সাথে কথা বলতে তিনি বলেন ঘরে থাকতে থাকতে হাপিয়ে উঠেছি তাই একটু দেখছি রাস্তায় লোকজন কেমন আছে।
জটলা ছুটাতে এখনো অভিযান চালাতে হচ্ছে জেলা প্রশাসনকে। এমনকি জেলা প্রশাসক নিজেও ছুটে যাচ্ছেন মানুষকে সচেতনত করতে। প্রতিদিন জেল-জরিমানাও করা হচ্ছে রাস্তায় ঘুরা-ফেরা করার জন্য।জেলা প্রশাসক হামিদুল হক গণমাধ্যমকে জানান, ‘অপ্রয়োজনে যারাই ঘর থেকে বের হবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। করোনা নিয়ন্ত্রণে এরই মধ্যে আইনগত ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। তবে এর জন্য সকলকে সচেতন হতে হবে। তা ছাড়া করোনা যে কোনো সময় বড় ধরনের বিপদ ডেকে নিয়ে আসবে রাজশাহীর জন্যেও। এরই মধ্যে তিনজন আক্রান্ত হওয়ায় আমরা চিন্তত।তারপরও এক শ্রেণীর মানুষের মধ্যে সচেতনতা অভাব পরিলক্ষিত হচ্ছে।একাধিক ব্যাক্তিকে লক ডাউন এর মধ্যে বাইরে থাকার কারন জিজ্ঞাসা করলে তারা যে ধরনের উত্তর দেয়,তাতে মনে হচ্ছে চোর পুলিশের খেলা খেলতে তাদের খুব ভালো লাগছে।তবে সচেতন লোকজনের মাঝে ব্যাপক আতংক সৃষ্টি হয়েছে।